>
Home / Job / ডাচ্-বাংলা ব্যাংকে রিলেশনশিপ অফিসার (কার্ড) পদে নিয়োগ

ডাচ্-বাংলা ব্যাংকে রিলেশনশিপ অফিসার (কার্ড) পদে নিয়োগ

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (Dutch Bangla Bank Limited) একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটিতে “অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (কার্ড)- মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩১ আগস্ট, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (কার্ড)- ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: চুক্তিভিত্তিক।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

চাকরির দায়-দায়িত্বঃ
✓ Credit Card, Digital Payment Solutions এবং এর সাথে সম্পর্কিত সকল ব্যাংকিং সার্ভিস সম্পর্কে পরিপূর্ণভাবে জানা।
✓ সম্ভাব্য সকল বহুজাতিক/ দেশীয় প্রতিষ্ঠানে Corporate Offer দেয়া এবং Product Presentation করা।
✓ বিভিন্ন তথ্যের উৎস থেকে সুপরিচিত বহুজাতিক/ দেশীয় প্রতিষ্ঠানের বা Society/ Association/ Club এর সদস্য/ কর্মকর্তাদের তালিকা/ নির্দেশিকা সংগ্রহ করে সম্ভাব্য গ্রাহকদের তালিকা তৈরি করা।
✓ প্রতিদিন কমপক্ষে ৩০ জন সম্ভাব্য গ্রাহকের সাথে দেখা করে বা কমপক্ষে ৫০ জন গ্রাহকে ফোন করে – Credit Card এর গণাগুণ বোঝানো এবং কমপক্ষে ২টি Credit Card Application সংগ্রহ করা।
✓ গ্রাহকের পরিপূর্ণ তথ্য দিয়ে সঠিকভাবে Credit Card Application Form পূরণ করা/ করানো এবং প্রয়োজনীয় কাগজ পএাদি সঠিকভাবে সংগ্রহ করা।
✓ সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের Visiting Card এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
✓ প্রতিদিন Potential Client Visit এর Call Report তৈরী করে সংশ্লিষ্ট Relationship Manager কাছে জমা দেয়া।
✓ গ্রাহক সেবা নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ সরকার অনুমোদিত যেকোন কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম ২য় বিভাগ পেয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স ২৩ থেকে ৩৫ বছর।
✓ উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন।

এই পদে কারা অগ্রাধিকারযোগ্যঃ
✓ যাদের ইতিপূর্বে Sales & Marketing এ কাজের অভিজ্ঞতা রয়েছে।
✓ যারা বানিজ্য/ অর্থনীতি/ এ সম্পর্কিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
✓ যারা ঢাকায় বসবাস করেন/ যাদের ঢাকায় বসবাসের ব্যবস্থা রয়েছে।
✓ যারা নিজস্ব স্মার্ট ফোন এবং মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।
✓ যাদের নিজস্ব ল্যাপটপ রয়েছে।
✓ যাদের নিজস্ব মোটরবাইক/ স্কুটার রয়েছে।

বেতন ও ভাতাঃ
✓ মাসিক ১০০ পয়েন্টের লক্ষ্যমাত্রা অর্থাৎ নুন্যতম ১০টি বা তার বেশী Credit Card ইস্যু করলেই নূন্যতম ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পাবেন।
✓ লক্ষ্যমাত্রার বেশী অর্জন করলে মাসে সর্বোচ্চ ১,০০,০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে।
✓ শিক্ষানবিশ থাকাকালীন (প্রথম তিন মাস) নূন্যতম মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও ৪,০০০ টাকা করে প্রদান করা হবে।
✓ বাৎসরিক ২টি উৎসব বোনাস ও ইন্সুরেন্স সুবিধা।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

হার্ড কপি
✓ প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা: আগ্রহী প্রার্থীগণ আপনাদের জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন নিন্ম উল্লেখিত ঠিকানায়: মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড, বাড়ী নং: ২০/২, (৩য় তলা), পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫ (স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে, সন্ধ্যারাম প্লাজার পিছনের বাড়ি)।
ইমেইল: [email protected]

আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ আগস্ট, ২০২২।

সোর্স: বিডি জবস

About Dutch-Bangla Bank:
Dutch-Bangla Bank Limited (DBBL) is a bank in Bangladesh. DBBL is a scheduled joint venture private commercial bank between local Bangladeshi parties by M Sahabuddin Ahmed (Founder & Chairman) and a Dutch company FMO. DBBL was established under the Bank Companies Act 1991 and incorporated as a public limited company under the Companies Act 1994 in Bangladesh.

DBBL commenced formal operation from June 3, 1996. The Bank is listed with the Dhaka Stock Exchange Limited and Chittagong Stock Exchange Limited. The bank is often colloquially referred to as “DBBL”.

About admin

Check Also

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে নভোএয়ার

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *