বিদ্যুৎ সাশ্রয়ে যেকোনো ধরনের আলোকসজ্জা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বানের কথা জানানো হয়। বার্তায় বলা হয়,
চলমান রাশিয়া-ই’উক্রেন যু’দ্ধ ও যু’ক্তরা’ষ্ট্র-ইউরোপের অর্থনৈতিক নি’ষেধা’জ্ঞা (ইকোনমিক স্যাংশন) বাস্তবতায় বি’দ্যুৎসাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণিবিতান, দোকানপাট, অফিস-আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
দেশের প্রথম ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং করতেই হবে।তিনি আরও বলেন, কোথায় কখন লো’ডশে’ডিং করা হবে তা এলাকাভিত্তিক শিডিউল করে জানিয়ে দেয়া হবে।