Home / Online Update / দু’দকের মা’ম’লায় সাবেক ও’সি প্রদীপের ২০ বছর কা’রাদ’ণ্ড

দু’দকের মা’ম’লায় সাবেক ও’সি প্রদীপের ২০ বছর কা’রাদ’ণ্ড

দু’র্নী’তি দ’মন ক’মিশনের (দুদক) করা মা’মলায় কক্সবাজারের টেকনাফ থা’নার ব’রখা’স্ত ও’সি প্র’দীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর করে সা’জা দিয়েছেন আ’দালত। একই সঙ্গে তাদের সব সম্পত্তি বা’জেয়া’প্তের নির্দেশ দিয়েছেন আ’দালত।বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদের আ’দালতে তাদের এ মা’মলার রা’য় ঘোষণা করা হয়। সে’নাবা’হিনীর অ’বসরপ্রাপ্ত মে’জর সিনহা মোহাম্মদ রাশেদ হ’ত্যা মা’মলায় মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত আ’সামি প্রদীপ কুমার দাশ। দু’দকের এ মা’মলার আ’ই’নজীবী চট্টগ্রাম আ’দালতের পিপি মাহমুদুল হক গণমাধ্যমকে জানান, আ’দালতে আ’সা’মিদের বি’রু’দ্ধে আনা অ’ভিযো’গ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সাবেক পু’লিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চু’মকি কারণের বি’রুদ্ধে দা’য়ে’র হওয়া অ’বৈধ সম্পদ অর্জনের মা’ম’লার যু’ক্তিতর্ক শেষ হয় গত ১৮ জুলাই। এদিন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জ’জ মুন্সী আবদুল মজিদ যুক্তিতর্ক শেষে ২৭ জুলাই রায়ের তারিখ নির্ধারণ করেন। প্রদীপ কুমার দাশ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃ’ত হরেন্দ্র লাল দাশের ছেলে। নগরীর কোতোয়ালি থা’নার পাথরঘাটা আর সি চার্চ রোডে তাদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে। সেই ভবনে তার স্ত্রী চুমকি কারণ ও সন্তানদের নিয়ে তিনি বসবাস করতেন।২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চে’কপো’স্টে পু’লিশের গু’লিতে নি’হত হন সে’নাবা’হিনীর অ’বসরপ্রাপ্ত মেজর সি’নহা মোহাম্মদ রাশেদ খান। এরপর টেকনাফ থা”নার তৎকালীন ও’সি প্রদীপ কুমার দাশকে সাময়িক ব’রখা’স্ত করা হয়। এ ঘ’টনায় দা’য়ের হওয়া মাম’লায় ওই বছরের ৬ আগস্ট থেকে কা’রাগা’রে আছেন প্রদীপ কুমার দাশ। ওই মা’মলায় চলতি বছরের ৩১ জানুয়ারি দেয়া রায়ে প্রদীপকে মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দেন আ’দা’লত। ২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও চু’মকি কারণের বি’রু’দ্ধে অ’বৈধ সম্পদ অর্জনের একটি মা’মলা দায়ের হয়। এর মধ্যে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকা ঘু’ষ-দু’র্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দু’দক অ’ভিযো’গ করে। আরও ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্যবিবরণীতে গো’প’ন করার অ’ভি’যোগও আনা হয়। অ’ভিযো’গপত্রে প্রদীপের বি’রু’দ্ধে দুই কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে সেই সম্পদ স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তরপূর্বক মানিলন্ডারিংয়ের অ’ভিযো’গের তথ্যপ্রমাণ উল্লেখ করা হয়। এ ছাড়া উভয়ের বি’রু’দ্ধে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার অর্জিত সম্পদের তথ্য গো’প’ন ও মি’থ্যা তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখের তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে দু’দ’ক। অ’ভি’যোগ’পত্রে চু’ম’কি কারণের নামে নগরীর কোতোয়ালি থা’না’র পা’থরঘা’টায় দুই কোটি ১৭ লাখ ২৬ হাজার ৭০০ টাকা দামের ছয়তলা বাড়ি, পাঁচলাইশ থা’না’র পশ্চিম ষোলশহর এলাকায় এক কোটি ২৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকা দামের জমি এবং কক্সবাজারের ঝিলংঝা মৌজায় ১২ লাখ ৫ হাজার ১৭৫ টাকার একটি ফ্ল্যাটের বিষয় উল্লেখ আছে। ২০২১ সালের ১৫ ডিসেম্বর দু’দ’কের মা’ম’লায় আ’সা’মি প্র’দীপ ও তার স্ত্রীর বি’রু’দ্ধে অ’ভিযোগ গঠন করে বি’চা’র শুরুর আদেশ দেন আ’দা’লত। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। গত ২৯ মে এ মা’ম’লায় সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার ৬ জুন থেকে যু’ক্তিত’র্ক শুরু হয়েছিল। প্রথমে দু’দ’কের মা’ম’লায় মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। অ’বৈ’ধ সম্পদের মা’ম’লা দা’য়ে’রের পর থেকে চুমকি কারণ আ’ত্মগো’পনে ছিলেন। গত ২৩ মে তিনি আ’দা’লতে আ’ত্মস’মর্পণ করেন। আ’দা’লত তাকে কা’রাগা’রে পাঠানোর আদেশ দেন।

About admin

Check Also

দাঁতে কেন গ’র্ত হয়? গ’র্ত হলে কি করনীয় জেনে নিন

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *