Home / Online Update / জ্বা’লানি তেল সংক্রান্ত গু’জব সম্পর্কে যা জানালো জ্বা’লানি ও খ’নিজ সম্পদ বিভাগ

জ্বা’লানি তেল সংক্রান্ত গু’জব সম্পর্কে যা জানালো জ্বা’লানি ও খ’নিজ সম্পদ বিভাগ

জ্বা’লানি তেল সংক্রান্ত গু’জব সম্পর্কে জ্বা’লানি ও খ’নিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা দিয়েছে বি’দ্যুৎ, জ্বা’লানি ও খ’নিজ সম্পদ ম’ন্ত্রণালয়।

বুধবার (২৭ জুলাই) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বি’দ্যুৎ, জ্বা’লানি ও খ’নিজ সম্পদ ম’ন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো, একটি স্বার্থান্বেষী মহল, জ্বা’লানি তেলের মজুদ নিয়ে অসত্য ও মনগড়া তথ্য প্রচার করছে, যা সাধারণ মানুষকে বি’ভ্রান্ত করছে। আমরা দৃঢ় প্রত্যয়ে বলছি যে, বাংলাদেশ পে’ট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন কোম্পানিসমূহের ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বা’লানি তেল মজুদ রয়েছে।

বর্তমানে দেশে জ্বা’লানি তেলের কোনো ঘা’টতি বা সং’কট নেই। সং’কটের কোনো আ’শঙ্কাও নেই। ইতোমধ্যে আগামী ৬ মাসের জন্য প্রয়োজনীয় তেল আমদানির প্রক্রিয়া পাইপ লাইনে আছে।

আমাদের বর্তমানে ৪৩১,৮৩৫ মেট্রিকটন ডিজেল মজুদ রয়েছে। দৈনিক গড় বিক্রয় ১৩,৬০৭ মেট্রিকটন হিসেবে ৩২ দিনের; জেট-এ-১ মজুদ রয়েছে ৪৪ দিনের ও ফার্ণেস ওয়েল মজুদ রয়েছে ৩২ দিনের। অর্থাৎ আমাদের মজুদ স’ক্ষমতা অনুসারে যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে।

পেট্রোল পুরোটাই বাংলাদেশ উৎপাদন করে। অকটেনের প্রায় ৪০ ভাগ বাংলাদেশ উৎপাদন করে। জুলাই ২০২২ মাসে ৯টি জাহাজ হতে ইতোমধ্যে ২৫৫,০০০ মেট্রিকটন ডিজেল, ২টি জাহাজে প্রায় ৪৩,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজ হতে ২৪,৬৭৭ মেট্রিকটন অকটেন এবং ২টি জাহাজ হতে ৫৩,৩৫৮ মেট্রিকটন ফার্ণেস ওয়েল গ্রহণ করা হয়েছে। আগস্টে ৮টি জাহাজে ২১৮,০০০ মেট্রিকটন ডিজেল, ১টি জাহাজে ২৫,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজে হতে ২৫,০০০ মেট্রিকটন অকটেন আসবে।

আগামী ছয় মাসের আমদানি পরিকল্পনানুসারে জ্বালানি তেল বাংলাদেশে আসবে। এর ৫০ ভাগ জি-টু-জি চুক্তির মাধ্যমে এবং বাকী ৫০ ভাগ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়াদেশ দেয়া হয়েছে। ঘা’টতি হওয়ার কোনো আ’শঙ্কা নেই। ভ’র্তুকি মূল্যে সরবরাহকৃত জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

About admin

Check Also

দাঁতে কেন গ’র্ত হয়? গ’র্ত হলে কি করনীয় জেনে নিন

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *