Home / Tips / ক’রোনার ঊর্ধ্বগতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ব’ন্ধের বিষয়ে যা বললেন শি’ক্ষাম’ন্ত্রী

ক’রোনার ঊর্ধ্বগতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ব’ন্ধের বিষয়ে যা বললেন শি’ক্ষাম’ন্ত্রী

দেশে ফের চোখ রাঙাচ্ছে ক’রোনাভা’ইরাসের সং’ক্রমণ। প্রতিদিন ক’রোনায় আ’ক্রান্ত ও মৃ’ত্যুর সংখ্যা বাড়ছে। তবে এ পরিস্থিতিতেও শিক্ষাপ্রতিষ্ঠান ব’ন্ধ করে দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শি’ক্ষাম’ন্ত্রী ডা. দীপু মনি।বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। শিক্ষাম’ন্ত্রী বলেন, ক’রোনা প’রিস্থিতির অ’বনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ক’রোনা সং’ক্রমণ বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান ব’ন্ধ করে দেয়ার কোনো পরিকল্পনা

নেই। ব’ন্যাক’বলিত অঞ্চলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রসঙ্গে তিনি বলেন, অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মা’রাত্ম’ক ক্ষ’তিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষার্থীর বইপত্র ন’ষ্ট হয়েছে। তাদের বইপত্র পৌঁছাতে হবে। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। বই হাতে

পৌঁছানোর দুই সপ্তাহ পর সময়সূচি চূড়ান্ত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আরও পড়ুন: এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড এদিকে, মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ক’রোনায় আ’ক্রা’ন্ত হয়ে ৭ জনের মৃত্যু হয় এবং নতুন করে শ’নাক্ত হয় আরও ১ হাজার ৯৯৮ জন। স্বা’স্থ্য অধিদফতর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ক’রোনায় নতুন করে শ’নাক্ত হয়েছেন ১ হাজার ৯৯৮ জন। যা সোমবার (৪ জুলাই) ছিল ২ হাজার ২৮৫ জন।

অপরদিকে ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু হয় ১২ জনের। স্বা’স্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, নতুন ৭ জনসহ দেশে ক’রোনায় মোট মৃ’তের সংখ্যা ২৯ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে। অপরদিকে মোট শ’নাক্ত রো’গীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার

বিপরীতে শ’নাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত মোট শ’নাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সবশেষ ২৪ ঘণ্টায় ক’রোনা থেকে সু’স্থ হয়েছেন ৮৯৪ জন। এখন পর্যন্ত মোট সু’স্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৪ জন।

About admin

Check Also

facebook instant articles claim new domain with approve page

facebook instant articles claim new domain with approve page https://www.youtube.com/channel/UChyBc4P0xL6ucSbVHNLax3Q

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *