আন্তর্জাতিক কৃষি গবেষণা কেন্দ্র দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে রিসার্চ অ্যানালিস্ট (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- পদের নাম: রিসার্চ অ্যানালিস্ট (কনসালট্যান্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, অ্যাপ্লাইড ইকোনমিকস, পাবলিক পলিসি, নিউট্রিশন, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সার্ভে/এক্সপেরিমেন্টস বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রামিং ইন এসটিএটিএ ও হাউসহোল্ড ডেটাবেজ ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দারিদ্র্য, ইকোনমিক গ্রোথ, ফুড সিকিউরিটি, সোশ্যাল প্রটেকশন, হেলথ, নিউট্রিশন, জেন্ডার ও বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
